1.0 / November 28, 2020
(4.3/5) (25)

Description

স্টিভেন উইলিয়াম হকিং (বিকল্প প্রতিবর্ণীকরণে স্টিফেন হকিং)(ইংরেজি:Stephen William Hawking; ৮ই জানুয়ারি, ১৯৪২ – ১৪ই মার্চ,২০১৮) একজনইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী , গণিতবিদ, বিশ্বতাত্ত্বিকওবিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতমসেরাতাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়।হকিংযুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েরতাত্ত্বিকমহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের (সেন্টার ফর থিওরেটিক্যালকসমোলজি)প্রধান ছিলেন। তিনি ১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্তক্যামব্রিজবিশ্ববিদ্যালয়ের লুকাসীয় অধ্যাপক ছিলেন[১৪] এবং ২০০৯সালের ১অক্টোবর এই পদ থেকে অবসর নেন।[১৫] এছাড়াও তিনি কেমব্রিজ নগরীরগনভিলঅ্যান্ড কিজ কলেজের সভ্য (ফেলো) হিসেবে কাজ করেন। হকিংইংল্যান্ডেরঅক্সফোর্ড নগরীতে একটি চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৫৯সালে অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজ নামক প্রতিষ্ঠানেউচ্চশিক্ষাজীবনশুরু করেন এবং ১৭ বছর বয়সে প্রথম শ্রেণীতে সম্মানসহকলাবিদ্যায়স্নাতক উপাধি অর্জন করেন। এরপর তিনি ১৯৬২ সালে ক্যামব্রিজনগরীতেট্রিনিটি হলে স্নাতোকত্তর পর্যায়ের অধ্যয়নকর্ম শুরু করেন এবংসেখানথেকে ১৯৬৬ সালে ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডক্টরেটউপাধিকরেন, যেখানে তাঁর গবেষণার বিশেষায়িত ক্ষেত্র ছিল সাধারণআপেক্ষিকতাও বিশ্বতত্ত্ব। ১৯৬৩ সালে মাত্র ২১ বছর বয়সে হকিংয়ের দেহেধীরগতিতেঅগ্রসরমান একপ্রকার চেষ্টীয় স্নায়ুকোষ রোগের প্রারম্ভিকজীবনকালীনসূত্রপাত নির্ণয় করা হয়, যে রোগের নাম পেশীক্ষয়কারীপার্শ্বিককাঠিন্য রোগ (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস) বা লুগেরিগের রোগ।রোগটির কারণে হকিং পরবর্তী দশকগুলিতে ধীরে ধীরে ক্রমাগতউত্তরোত্তরপক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।[১৬][১৭] তবুও বহু বছর যাবৎ তিনিতারগবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যান। এক পর্যায়েবাকশক্তিহারিয়ে ফেলার পরও তিনি এক ধরনের ভাষা-উৎপাদনকারী যন্ত্রেরসাহায্যেঅন্যদের সাথে যোগাযোগ করতেন। প্রথমে হাতে রাখা একটি সুইচেরমাধ্যমেএবং শেষ পর্যন্ত গালের একটিমাত্র পেশীর সাহায্যে তিনিযন্ত্রটিপরিচালনা করতেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে হকিংয়ের প্রধানঅবদানদুইটি। প্রথমত তিনি সতীর্থ রজার পেনরোজের সঙ্গে মিলেসাধারণআপেক্ষিকতার প্রসঙ্গকাঠামোর ভেতরে মহাকর্ষীয় অদ্বৈতঅবস্থানসংক্রান্ত কিছু উপপাদ্য প্রদান করেন, যাদের নাম পেনরোজ-হকিংঅদ্বৈতঅবস্থান উপপাদ্যসমূহ। দ্বিতীয়ত তিনি অনিশ্চয়তারতত্ত্বকৃষ্ণগহ্বর-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে কৃষ্ণগহ্বরথেকেকণাপ্রবাহ বিকিরিত হয়। এই বিকিরণকে বর্তমানে হকিং বিকিরণ (অথবাকখনোকখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ) নামে অভিহিত করা হয়।[১৮] এছাড়াহকিংপ্রথম বিজ্ঞানী হিসেবে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব ওকোয়ান্টামবলবিজ্ঞানের একীভবনের মাধ্যমে একটি বিশ্বতত্ত্ব নির্মাণেরপ্রচেষ্টাচালান। তিনি কোয়ান্টাম বলবিজ্ঞানের বহু-বিশ্ব ব্যাখ্যারবলিষ্ঠসমর্থক ছিলেন।[১৯][২০] হকিং জনপ্রিয় ধারার বিজ্ঞান বিষয়কগ্রন্থরচনা করে বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। এই গ্রন্থগুলিতে তিনিতঁরনিজের তত্ত্ব ও বিশ্বতত্ত্ব নিয়ে সাধারণ আলোচনা করেন। তাঁররচিতগ্রন্থ কালের সংক্ষিপ্ত ইতিহাস (আ ব্রিফ হিস্টরি অব টাইম) ব্রিটিশদ্যসানডে টাইমস পত্রিকার সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায়রেকর্ডভঙ্গকারী ২৩৭ সপ্তাহ সময়কাল ধরে বিদ্যমান ছিল। তিনি রয়্যালসোসাইটিঅব আর্টসের সম্মানিত সভ্য বা ফেলো[২১] এবং পন্টিফিক্যালএকাডেমি অবসায়েন্সের আজীবন সদস্য ছিলেন।[২২] ২০০৯ সালে মার্কিনযুক্তরাষ্ট্রেরসর্বোচ্চ বেসামরিক পুরস্কার "প্রেসিডেন্সিয়াল মেডেল অবফ্রিডম"(রাষ্ট্রপতির মুক্তি পদক) খেতাবে ভূষিত হন। ২০০২ সালেব্রিটিশগণমাধ্যম সংস্থা বিবিসি পরিচালিত যুক্তরাজ্যের ইতিহাসের "সেরা১০০যুক্তরাজ্যবাসী" ("হান্ড্রেড গ্রেটেস্ট ব্রাইটন্‌স") নামক জরিপেতিনি২৫তম স্থান অধিকার করেন। দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময়কাল ধরেচেষ্টীয়স্নায়ুকোষ রোগে ভোগার পরে হকিং ২০১৮ সালের ১৪ই মার্চ তারিখে৭৬ বছরবয়সে মৃত্যুবরণ করেন।[২৩]

App Information স্টিফেন-হকিং সমগ্র

  • App Name
    স্টিফেন-হকিং সমগ্র
  • Package Name
    com.stephenhawking.samagra
  • Updated
    November 28, 2020
  • File Size
    4.1M
  • Requires Android
    Android 5.0 and up
  • Version
    1.0
  • Developer
    Seraj Sahjahan
  • Installs
    1,000+
  • Price
    Free
  • Category
    Books & Reference
  • Developer
  • Google Play Link