hourglass_full Your download should start automatically in a few seconds...

Download চিরিরবন্দরের সরকারি সম্পত্তি_Latest Version.apk from Apk-Dl Server

Thank you for using Apk-Dl.com to download the apk file (চিরিরবন্দরের সরকারি সম্পত্তি_Latest Version.apk),

If the download doesn't start automatically in a few seconds, please click here to access the download URL directly.

Note: Download and save the apk file to your Android Phone's SD card and install it manually onto the Android device.

Description

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সরকারী স্বার্থ সংশ্লিষ্ট অনেকসম্পত্তি রয়েছে। লক্ষ্য করা গিয়েছে যে, বিভিন্ন সময়ে অবৈধ দখলদারেরামিথ্যা ও বানোয়াট দলিল ও পর্চা সৃজন করে নামজারির মাধ্যমে খাস জমিহাতিয়ে নেয়ার অপতৎপরতা চালিয়েছে । এছাড়াও এস.এ রেকর্ডে সরকারের নামেকিন্তু আর.এস রেকর্ডে ভুল বশতঃ ব্যক্তি মালিকানায় কিছু খাস জমিরেকর্ডভুক্ত হওয়ায় এসকল জমি আর.এস রেকর্ডধারীগণ ল্যান্ড সার্ভেট্রাইব্যুনাল কিংবা দেওয়ানী আদালতে মামলা দায়ের করে হাতিয়ে নেয়ারচেষ্টা য় লিপ্ত। ভূমি রেজিস্টেশন, সেটেলম্যান্ট, নামজারী বা অন্যান্যক্ষেত্রে সরকারের স্বার্থ সংশ্লিষ্টতা আছে কি-না সেটি সঠিক ভাবে যাচাইকরা হয়নি বলে এটা সম্ভব হয়েছে। "খাস,ভিপি,এপি ও সংস্থা" সব জমিরক্ষেত্রে এরূপ অপতৎপরতা পরিলক্ষিত হয়। এসকল ক্ষেত্রে নামজারির সময় এবংমামলার এস.এফ এর জবাব প্রস্তুতকালে সরকারি স্বার্থ রক্ষার লক্ষ্যেসংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকর্তৃক আর.এস রেকর্ডের পাশাপাশি এস.এ রেকর্ড পুঙ্খানুপুঙ্খ যাচাই করাবাঞ্ছনীয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সাবেক এস.এ রেকর্ড জীর্ণ, পাতাছেঁড়া, অস্পষ্ট বা দোবারা হওয়ার ফলে উক্ত যাচাই কার্যক্রম ব্যাহতহচ্ছে। ফলশ্রুতিতে সঠিকভাবে নামজারির প্রস্তাব কিংবা জবাব প্রেরণেব্যর্থতার দরুন সরকারি স্বার্থ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অপর দিকে,প্রায়শঃ ক্রেতা সাধারণ সঠিকভাবে এস.এ ও আর.এস রেকর্ড যাচাই না করে জমিক্রয়ের পর নামজারি করার সময়ে কিংবা ভোগদখলকৃত জমি বিক্রয়কালে উক্তজমির রেকর্ড সরকারি খাসভুক্ত প্রতীয়মান হওয়ার ফলে নামজারি সম্পাদনেকিংবা বিক্রয়ে ব্যর্থ হন এবং উক্ত সমস্যা সমাধানকল্পে অসাধুব্যক্তি/দালালের আশ্রয় গ্রহণের ফলে প্রতারিত ও হয়রানির শিকার হন। এপ্রেক্ষিতে, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি অবৈধ ভাবে যেন বেহাতনা হয় সেই বিবেচনায় অত্র উপজেলায় সকল সরকারী স্বার্থ সংশ্লিষ্টসম্পত্তি (খাস, অর্পিত, পরিত্যক্ত, সংস্থার সম্পত্তি) এর ডাটাবেজপ্রস্তুত করে মোবাইল অ্যাপলিকেশন করা হয়। মোবাইল অ্যাপলিকেশনেরমাধ্যমে নামজারী/খারিজ কালে যাচাই করে দেখা হচ্ছে সরকারী কোন সম্পত্তিনামজারী হয়ে যাচ্ছে কি-না। এ প্রক্রিয়ার মাধ্যমে সাব- রেজিস্টার অফিস,সেটেলম্যান্ট অফিস র্কতৃপক্ষ উপকৃত হবে বলে আশা করছি। বর্তমানেদিনাজপুর জেলার সকল উপজেলায় সরকারী স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি তথ্যবা ডাটা সংগ্রহ করে সমগ্র দিনাজপুর জেলার সরকারী সম্পত্তির তথ্যসম্বলিত মোবাইল অ্যাপলিকেশন এর কার্যক্রম চলমান। এ কার্যক্রমবাস্তবায়িত হলে দ্রুত কাজ সম্পাদনসহ প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনারমাধ্যমে সরকারি স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি রক্ষার্থে এটি গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মোবাইল ফোনের এন্ড্রয়েডসিস্টেমভিত্তিক “চিরিরবন্দরের সরকারি সম্পত্তি- খাস,ভিপি,এপি ওসংস্থা" সনাক্তকরণ এপ্লিকেশন ব্যবহারের ফলে ভূমি সংশ্লিষ্ট সরকারিকর্মকর্তা ও সাধারণ নাগরিক উভয়ই উপকৃত হবেন। মোবাইল ফোনের এন্ড্রয়েডসিস্টেমভিত্তিক “চিরিরবন্দরের সরকারি সম্পত্তি- খাস, ভিপি,এপি ওসংস্থা" একটি স্বয়ংসম্পূর্ণ অফলাইনভিত্তিক এ্যাপ যা চিরিরবন্দর উপজেলাভূমি অফিস কর্তৃক পরিচালিত হচ্ছে।